অনলাইন ডেস্ক, ১৬ ফেব্রুয়ারী।। কিছু মিশন আসলেই অসম্ভব! পরিকল্পনা ছিল পরপর দুটি ‘মিশন ইম্পসিবল’ সিনেমার শুটিং হবে। কিন্তু বাধ্য হয়ে পাল্টে গেছে পরিকল্পনা।‘মিশন ইম্পসিবল ৭’ এর শুটিং মোটামুটি শেষ, কিন্তু পরের ছবির শুটিং পেছাতে হচ্ছে। এর কারণ হলো টম ক্রুজের আরেক ফ্র্যাঞ্চাইজি ‘টপ গান: মাভেরিক’-এর মুক্তি।
ডেডলাইন জানায়, ২ জুলাই মুক্তি পেতে যাচ্ছে ‘টপ গান’ সিক্যুয়াল। এ কারণে অভিনেতাকে প্রচারমূলক কার্যক্রমে যোগ দিতে হবে। এরপরই শুরু হবে ‘মিশন ইম্পসিবল ৮’।করোনার কারণে সিরিজে সপ্তম ছবিকে শেষ ঝক্কি পোহাতে হয়। গত ফেব্রুয়ারিতে শুটিং হওয়ার কথা ছিল ইতালিতে। কিন্তু গুটিয়ে নিতে হয় পরিকল্পনা। জুলাইয়ে যুক্তরাজ্যে ক্যামেরা ওপেন হয়। এরপর টিম যায় নরওয়েতে। কিন্তু অক্টোবরে ইতালিতে ফিরতেই ১২ জন করোনায় আক্রান্ত হয়।
এখন ‘মিশন ইম্পসিবল ৭’ শেষেন দিকে। পরিচালক ক্রিস্টোফার ম্যাককুয়ারি ইনস্টাগ্রামে খবরটি জানান। বলেন, অনেক বাধা-বিপত্তির পর আবু ধাবিতে কাজ করেছেন তারা। এবার শেষ অংশের দৃশ্যায়নের জন্য লন্ডনে ফিরে যাবে টিম।
এর আগে জানানো হয় সপ্তম ও অষ্টম কিস্তি মুক্তি পাবে যথাক্রমে চলতি বছরের ২৩ জুলাই ও ২০২২ সালের ৫ আগস্ট। তবে করোনা পরিস্থিতিতে তারিখ পাল্টে হয়েছে এ বছরের ১৯ নভেম্বর ও পরের বছরের ৪ নভেম্বর। তবে ‘মিশন ইম্পসিবল ৮’ ছবিটির শুটিংয়ের ভজঘট হওয়ায় ফের পাল্টাতে পারে দিনক্ষণ।