অনলাইন ডেস্ক, ১৬ ফেব্রুয়ারী।। অবাক করা কাজ করলেন মহারাষ্ট্রের ভিওয়ান্ডির এক কৃষক। দুধের ব্যবসা বাড়াতে আস্ত একটা হেলিকপ্টারই কিনে নিলেন এই কৃষক।
জানা গিয়েছে, ভিওয়ান্ডির ওই কৃষকের নাম জনার্দন ভৈর। তাঁর দুধের ব্যবসা। তিনি জানিয়েছেন, তিনি গোটা দেশে দুধের ব্যবসা করতে চান। ধীরে ধীরে গুজরাত, পঞ্জাব, রাজস্থান, হরিয়ানায় তাঁর ব্যবসা বিস্তারের লক্ষ্য। তাই এই সব রাজ্যে যাতে দ্রুত দুধ পৌঁছে দেওয়া যায় তাই তিনি একটি হেলিকপ্টার কিনেছেন বন্ধুর পরাপর্শে। যার দাম পড়েছে ৩০ কোটি টাকা।
শুধু তাই নয়, এই হেলিকপ্টার ওঠা নামার জন্য, নিজের ২.৫ একর জমিতে একটি হেলিপ্যাড ও গ্যারেজও বানিয়েছেন তিনি। সেখানে, হেলিকপ্টার রক্ষণাবেক্ষণ, পাইলট৷ ইঞ্জিনিয়রদের থাকা খাওয়ার ব্যবস্থাও থাকছে। আগামী ১৫ মার্চ ওই হেলিকপ্টারে তিনি প্রথম চড়বে।প্রায় ১০০ একর জমির মালিক এই কৃষকের রিয়েল এস্টেটের ব্যবসাও আছে।