এই ৪ কারণে পিএসজিতে যোগ দিতে পারেন মেসি

অনলাইন ডেস্ক, ১৬ ফেব্রুয়ারী।। আর কয়েক ঘণ্টা পরই চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে মুখোমুখি হবে বার্সেলোনা ও প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ২টায় ম্যাচ। হাড্ডাহাড্ডি একটা লড়াই দেখতে চাইছেন ফুটবল ভক্তরা।তবে এই দুই ক্লাব আসছে গ্রীষ্মে ফুটবল ইতিহাসের অন্যতম আকর্ষণীয় দল বদলের গল্পের অংশ হতে পারে।

ইউরোপিয়ান ফুটবলের নিয়মিত খোঁজ রাখা প্রায় সবারই জানা, লিওনেল মেসিকে আসছে মৌসুমে দলে পেতে চায় ফরাসি ক্লাব পিএসজি। স্প্যানিশ ক্লাবের সঙ্গে মেসির চুক্তি শেষ হয়ে যাবে চলতি মৌসুম শেষেই। তাই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।ফরাসি সংবাদমাধ্যমগুলোর বিশ্বাস মেসি প্যারিসের ক্লাবেই যোগ দেবেন, যেখানে রয়েছেন তার এক সময়ের ক্লাব সতীর্থ নেইমার।

ফ্রান্সের বিখ্যাত ক্রীড়া দৈনিক ‘লেকিপে’ তাদের সোমবারের সংস্করণে এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। যেখানে তারা স্বীকার করেছে, মেসিকে দলে টানাটা পিএসজির জন্য কঠিন। এর অন্যতম কারণ, করোনার এই সময়ে ক্লাবটির আর্থিক বিষয়। দ্বিতীয়ত, লিগ ওয়ানের টিভি স্বত্ব সমস্যা।

তবে ফরাসি সংবাদমাধ্যমটি বিশ্বাস করে, এটা (মেসির পিএসজিতে পাড়ি দেওয়া) ঘটতে পারে। তাদের এমন বিশ্বাসের চারটি কারণও তারা উল্লেখ করেছে। স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা লেকিপের বরাত দিয়ে তা প্রকাশ করেছে।

যে চার কারণে মেসি পিএসজিতে পাড়ি দিতে পারেন-

প্রথম কারণ

মেসি ফ্রি এজেন্ট হয়ে যাবেন

পিএসজির জন্য এটিই বড় সুযোগ। কারণ এর ফলে মেসিকে দলে পেতে কোনো খরচই করতে হবে না পিএসজিকে। এটা না হলে, মেসির ট্র্যান্সফার ফি দেওয়াটা তাদের জন্য অসম্ভব ছিল।

দ্বিতীয় কারণ

মেসির সঙ্গে খেলতে চান নেইমার

২০১৭ সালের গ্রীষ্মে ট্রান্সফার ফির নতুন রেকর্ড গড়ে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন নেইমার। তবে কিছু দিন না যেতেই খবর বেরোতে থাকে, নেইমার ও মেসি ফের এক সঙ্গে খেলতে চান। মূল পরিকল্পনা ছিল বার্সেলোনায় তাদের পুনর্মিলন। কিন্তু কাতালান ক্লাবে তা প্রায় অসম্ভব। কারণ নানা দেনায় জর্জরিত ক্লাবটি। তাই এখন ফ্রান্সে তারা জুটি বাঁধতে চাইছেন।

লেকিপে তাদের প্রতিবেদনে এও ব্যাখ্যা করেছে, মেসি পিএসজির আর্জেন্টাইন কোচ মাউরিসিও পচেত্তিনোর, জাতীয় দলের সতীর্থ অ্যাঙ্গেল ডি মারিয়া ও লিয়েন্দ্রো পারাদেসের সঙ্গে খেলতে উদগ্রীব।

তৃতীয় কারণ

এটাই প্রথম আলোচনা নয়

প্রতিবেদনে বলা হয়েছে, পিএসজি এর আগেও মেসিকে পেতে যোগাযোগ করেছে। বিশেষ করে, গত গ্রীষ্মে মেসি ব্যুরোফ্যাক্সের মাধ্যমে বার্সাকে ক্লাব ছাড়ার কথা জানিয়ে দেওয়ার পর।

চতুর্থ কারণ

পিএসজি ছাড়তে চান এমবাপ্পে

কিলিয়ান এমবাপ্পে ও পিএসজির চুক্তি ২০২২ সাল পর্যন্ত। তবে ফরাসি তারকা এখনো চুক্তি নবায়ন করেননি। পিএসজি এমবাপ্পেকে বিক্রির সম্ভাবনার কথাও ভাবছে বলে জানা গেছে। তাই এই ফরোয়ার্ডের সঙ্গে নতুন চুক্তির বিষয় বিবেচনা থেকে বিরত রয়েছে ক্লাবটি।

মেসির বেতন হবে বেশ ব্যয় বহুল। তাই এমবাপ্পেকে বিক্রি এ ক্ষেত্রে তাদের জন্য সহায়ক হতে পারে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?