অনলাইন ডেস্ক, ১৬ ফেব্রুয়ারী।। চেন্নাইয়ে সিরিজের দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে ৩১৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে বিরাট কোহলির ভারত। এর মধ্য দিয়ে দেশের মাটিতে অধিনায়ক হিসেবে ২১তম টেস্ট ম্যাচ জয়ের স্বাদ পেলেন কোহলি। ছুঁয়ে ফেললেন মহেন্দ্র সিং ধোনির রেকর্ড।
অধিনায়ক হিসেবে ভারতের মাটিতে সবচেয়ে বেশি টেস্ট জয়ের রেকর্ডে এখন যৌথভাবে শীর্ষে আছেন ধোনি ও কোহলি। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের বাকি ২টি ম্যাচের অন্তত একটিতে ভারত জিতলেই ধোনিকে টপকে শীর্ষ উঠে আসবেন কোহলি।
সব মিলিয়ে এখন পর্যন্ত ভারতের সবচেয়ে সফল অধিনায়ক কোহলিই। ৫৮ ম্যাচে নেতৃত্ব দিয়ে ভারতকে ৩৪টিতে জয়, ১৪টিতে হার ও ১০টি ড্র’র স্বাদ দিয়েছেন কোহলি।এরপরই আছেন ধোনি। সব মিলিয়ে ৬০ ম্যাচে নেতৃত্ব দিয়ে টিম ইন্ডিয়াকে ২৭টিতে জয়, ১৮টিতে হার ও ১৫টি ড্র’র স্বাদ দিয়েছেন ধোনি।
এ ক্ষেত্রে তৃতীয়স্থানে রয়েছেন সাবেক অধিনায়ক ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বর্তমান সভাপতি সৌরভ গাঙ্গুলি। তার নেতৃত্বের পরিসংখ্যান- ৪৯ ম্যাচে ২১টিতে জয়, ১৩টিতে হার ও ১৫টি ড্র।২৪ ফেব্রুয়ারি ও ৪ মার্চ থেকে আমদাবাদে শুরু হবে সিরিজের পরের দুই টেস্ট।