স্মৃতিচারণায় তুলে ধরেছেন তাদের যৌথ পরিবারের কথা। মামা-মামী, নানা-নানী, ভাই-বোনদের নিয়ে ভরা সংসারে পাঁচিল ওঠার কথা। লেখেন, জীবনে সব আলাদা হওয়া, পাঁচিল তোলার বিরুদ্ধে সোচ্চার হতেই পরবর্তী ছবি ‘আবার কাঞ্চনজঙ্ঘা’। জীবনের না ঘটা অথচ ভীষণভাবে ঘটতে চাওয়া মিরাকলের গল্প বলবে ছবিটি।
তবে সত্যজিতের ‘কাঞ্চনজঙ্ঘা’র রিমেক বা সিক্যুয়েল নয় এই ছবি। সম্পূর্ণ মৌলিক গল্প নিয়েই লেখা হয়েছে চিত্রনাট্য। অভিনয় করছেন একঝাঁক তারকা— অর্পিতা চট্টোপাধ্যায়, কৌশিক সেন, শাশ্বত চট্টোপাধ্যায়, রাহুল বন্দ্যোপাধ্যায়, বিদিপ্তা চক্রবর্তী, তনুশ্রী, গৌরব চক্রবর্তী, প্রিয়াঙ্কা রতি পাল, সোহিনী গুহ রায়, অনিন্দ্য চট্টোপাধ্যায়, দেবলীনা কুমার ও দেবশ্রী গাঙ্গুলি।
এই ছবির মাধ্যমেই জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রীর বড় বোন দেবশ্রীর টলিউডে অভিষেক ঘটছে। ১৯২১ সালের ২ মে জন্মগ্রহণ করেন সত্যজিৎ রায়।
‘অপু ট্রিলজি’ ছাড়াও তার নির্মিত বেশ কিছু সিনেমা আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হয়েছে। পেয়েছে নামি-দামি পুরস্কার। তার ‘অশনি সংকেত’ ছবিতে অভিনয় করেন ববিতা পান আন্তর্জাতিক খ্যাতি। জন্মশতবার্ষিকীতে ভারত-বাংলাদেশের একাধিক আয়োজনে এ নির্মাতাকে স্মরণ করা হচ্ছে।