‘জাস্টিস লিগ’ ট্রেলারে জোকারের বাজিমাত

অনলাইন ডেস্ক, ১৫ ফেব্রুয়ারী।। মাস কয়েক ধরে তুমুল আলোচনার পর রবিবার প্রকাশ হয়েছে জ্যাক স্নাইডারের ‘জাস্টিস লিগ’ ট্রেলার। বলাই বাহুল্য প্রচার ভিডিওটি দর্শকের প্রত্যাশা পূরণ করেছে।

২০১৭ সালে মুক্তি পাওয়া জশ হিদেনের একই নামের ছবি থেকে আলাদা ‘জাস্টিস লিগ’, যার প্রমাণ এই ট্রেলার। বাড়িয়েছে দর্শকের আগ্রহও।

তারকাবহুল এ ছবিতে আছেন বেন অ্যাফ্লেক, হেনরি কাভিল, গল গাডোট, রে ফিশার, জেসন মোমোয়া ও এমি অ্যাডামসসহ অনেকে।

তবে এ সুপারহিরো পার্কে নিঃসন্দেহে বাজিমাত করেছেন জোকার ওরফে জ্যারেড লেটো। জশের ছবিতেও না থাকলেও এ ছবির ট্রেলার শেষ মুহূর্তে জানিয়ে দিল, লেটোই অন্যতম আকর্ষণ।

শুরুতেই জানা যায়, স্নাইডার একদম নতুন করে লেটো অভিনীত জোকারকে পরিচয় করিয়ে দেবেন। যদিও সুইসাইড স্কোয়াড ছবিতে এ চরিত্রে তিনি সমালোচিত হন। এবার আইকনিক ভাঁড়ের ব্র্যান্ড নিউ সংস্করণ সবাইকে বিস্মিত করেছে।

বিশেষ করে তার দেওয়া সংলাপ সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। যেখানে জোকার বলছে, “আমরা এমন এক সমাজে বাস করে যেখান সম্মান হলো দূরবর্তী স্মৃতি। ঠিক বলেছি না … ব্যাটম্যান?” ‘জাস্টিস লিগ’-এর মূল ছবিটি শুরু করেছিলেন স্নাইডার।

কিন্তু ব্যক্তিগত কারণে পোস্ট-প্রডাকশনের মাঝ থেকে বেরিয়ে যান। পরে প্রতিদ্বন্দ্বী মার্ভেল কমিকসের বেশ কয়েকটি ছবির পরিচালক জশ হিদেন যোগ দেন ডিসির উচ্চাভিলাষী পরিকল্পনায়।

কিন্তু হিদেন সিনেমাটিতে নতুন দৃশ্য যোগ করে এত এত পরিবর্তন আনেন, যা দর্শকের পছন্দ হয়নি। তুমুল সমালোচনায় পড়েন নির্মাতা। ছবিটিকে অনেকেই আধা-সেদ্ধ বলে উল্লেখ করেন।

সব মিলিয়ে দর্শক হতাশ হয়। তখন ‘রিলিজ দ্য স্নাইডার কাট’ হ্যাশট্যাগে তারা ক্যাম্পেইন চালায়। সেই আবদার রাখেও প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রস।

পুরোনো ফুটেজ অবলম্বনে নির্মিত হলেও নতুন ছবিটির বাজেট ৭ কোটি ডলার। স্নাইডার ইতিমধ্যে জানিয়েছেন, এ ছবিতে জশ হিদেনের ধারণ করা কোনো দৃশ্য থাকছেন না। নতুন কিছু দৃশ্য ধারণ করা হয়েছে।

‘জাস্টিস লিগ’-এর জ্যাক স্নাইডার সংস্করণ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে না। এর বদলে ১৮ মার্চ প্রিমিয়ার হবে ওটিটি প্ল্যাটফর্ম এইচবিও ম্যাক্সে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?