অনলাইন ডেস্ক, ১৬ ফেব্রুয়ারী।। ফিলিস্তিনের গাজায় রাশিয়ার বানানো করোনার টিকার চালান আটকে দিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনি স্বাস্থ্যমন্ত্রীর বরাতে এ খবর দিয়েছে আলজাজিরা।গাজার সম্মুখ সারির স্বাস্থ্যকর্মীদের জন্য রাশিয়া থেকে এক হাজার ডোজ স্পুটনিক ভি টিকা আমদানি করা হয়। কিন্তু গাজায় ঢুকার আগে টিকার চালানটি আটকে দেয় ইসরায়েলি কর্তৃপক্ষ। দখলদারির ফলে ফিলিস্তিনি ভূখণ্ডটির চারদিকে এখন ইসরায়েলি সীমানা।
সোমবার এক বিবৃতিতে ফিলিস্তিনি স্বাস্থ্যমন্ত্রী মাই আলকাইলা জানান, পশ্চিম তীর শাসন করা ফিলিস্তিনি কর্তৃপক্ষ (পিএ) কর্তৃক টিকার চালানটি আমদানি করা হয়েছিল। সেটি আটকে দেওয়ার জন্য পুরোপুরি দায় নিতে হবে ইসরায়েলকে।
পিএ জানায়, এ টিকা গাজার সঙ্গে এ টিকা ভাগ করে নেওয়ার কথা ছিল। ২০০৭ সাল থেকে গাজা শাসন করছে ফিলিস্তিনি মুক্তি আন্দোলন হামাস। ফিলিস্তিনি ভূখণ্ডটির জনসংখ্যা ২০ লাখের বেশি।
পশ্চিম তীরে টিকাদান শুরু হলেও গাজাতে এখনো টিকা পৌঁছানো শুরু হয়নি। অঞ্চলটিতে ৫৩৭ মানুষ করোনায় মারা গেছেন। পুরো ফিলিস্তিনে মৃতের সংখ্যা দুই হাজারের কাছাকাছি।
করোনা প্রতিরোধে পিএ রাশিয়া থেকে ২ হাজার ডোজ আমদানি করে। অন্যদিকে মার্কিন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজারের টিকা ব্যবহার করছে ইসরায়েল। ইতিমধ্যে ৫ লাখ মানুষকে টিকা দিয়েছে ইহুদি রাষ্ট্রটি।
অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলের সঙ্গে টিকা ভাগ করে নিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়ে আসছে আন্তর্জাতিক মহল। এর মধ্যে গাজায় টিকার চালান আটকে দেওয়ার এ ঘটনা ঘটল।
ইসরায়েলি মিলিটারি বডি (সিওজিএটি) জানায়, গাজায় টিকার চালান সরবরাহের জন্য অনুরোধ জানিয়েছিল পিএ। এর জন্য রাজনৈতিক সিদ্ধান্তের প্রয়োজন।বিষয়টি সোমবার ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে বিতর্ক হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, টিকার চালানটি এখনো আটকে দেওয়া হয়নি, বিষয়টি বিবেচনাধীন।