৩১৭ রানের জয়ে সিরিজে সমতা ফেরাল ভারত

অনলাইন ডেস্ক, ১৬ ফেব্রুয়ারী।। প্রথম টেস্ট বড় ব্যবধানে জিতে চার ম্যাচের সিরিজে এগিয়ে গিয়েছিল ইংল্যান্ড। তবে দ্বিতীয় টেস্টেই বদলা নিল ভারত। চার দিনেই চেন্নাই টেস্ট নিজেদের করল বিরাট কোহলির দল। সিরিজে ফেরাল সমতা।মঙ্গলবার ইংল্যান্ডকে ৩১৭ রানে হারায় ভারত। রানের হিসেবে টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে এটিই ভারতের সবচেয়ে বড় জয়।

৪৮২ রানের লক্ষ্য ছিল ইংল্যান্ডের সামনে। যা তাড়া করতে নেমে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায় ১৬৪ রানে। সব কটি উইকেটই দখল করে স্পিনাররা।৫ উইকেট নিয়ে সবচেয়ে সফল অভিষেক টেস্টে খেলতে নামা অক্ষর প্যাটেল। রবিচন্দ্রন অশ্বিন ৩টি ও কুলদীপ যাদব ২টি করে উইকেট নেন।

অশ্বিন ইংল্যান্ডের প্রথম ইনিংসে নিয়েছিলেন ৫ উইকেট। এরপর ব্যাট হাতে দ্বিতীয় ইনিংসে খেলেন ১০৬ রানের ইনিংস। দুই ইনিংস মিলে ১১৯ রান (১৩+১০৬) ও ৯৬ রান খরচায় ৮ উইকেট নিয়ে ম্যাচসেরাও অশ্বিন।

ইংলিশদের পক্ষে দ্বিতীয় ইনিংসে সবচেয়ে সফল মঈন আলি। শেষ দিকে নেমে ১৮ বলে ৪৩ রান করেন তিনি। অধিনায়ক জো রুটের ব্যাট থেকে আসে ৩৩ রান।চেন্নাইয়ে প্রথম দুই ম্যাচ শেষে এখন আহমেদাবাদে যাবে সিরিজ। ২৪ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া তৃতীয় টেস্টটি হবে দিবারাত্রির।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?