অনলাইন ডেস্ক, ১৬ ফেব্রুয়ারী।। সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানি ফেইসবুক স্মার্টওয়াচ তৈরি করছে। এই ঘড়ি দিয়ে মেসেজ যেমন করা যাবে, তেমনি স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন ধরনের নোটিফিকেশনও পাওয়া যাবে।
শুক্রবার রয়টার্স জানিয়েছে, সামনের বছর থেকে এই ঘড়ি বিক্রি শুরু করবে ফেইসবুক।এর আগে অ্যাপল এবং হুয়াওয়ে এই ধরনের ঘড়ি আনে। হুয়াওয়ের ঘড়ি বেশ জনপ্রিয়তা পেয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, ফেইসবুকের স্মার্টওয়াচ সেলুলার কানেকশনের মাধ্যমে কাজ করবে।ফেইসবুকের পক্ষ থেকে ঘড়টির বিষয়ে আর কিছু জানানো হয়নি।
স্মার্টওয়াচের দিন: কয়েক বছর ধরে এই ধরনের ঘড়ি জনপ্রিয় হয়ে উঠছে। কেউ শরীর ঠিক রাখতে, কেউ স্বাস্থ্য-সম্পর্কিত ফিচারগুলোর জন্য, আবার কেউ স্টাইলের কথা ভেবে স্মার্টওয়াচে ঝুঁকছেন।ভালো স্মার্টওয়াচের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এটি ফোনের সঙ্গে সংযুক্ত করা যায় কি না এবং কোন অপারেটিং সিস্টেমে চলে, তা ঠিক করা।
যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন, তারা যদি অ্যাপল ওয়াচ কিনতে চান, তবে খুব বেশি কাজে লাগাতে পারবেন না। অ্যাপল ওয়াচ আইফোনের সঙ্গে কাজ করে। এতে থাকে ওয়াচওএস। অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি স্মার্টওয়াচগুলো চলে টাইজেন ওএসে।গুগলের ওয়্যার ওএস ব্যবহৃত হয় ফসিল, এলজিসহ অন্যান্য ব্র্যান্ডের স্মার্টওয়াচে। ফিটবিটের স্মার্টওয়াচ অবশ্য অ্যান্ড্রয়েড ও আইফোন উভয়ই সমর্থন করে।