অনলাইন ডেস্ক, ১৬ ফেব্রুয়ারী।। ভালো আইডিয়া কপি করে অনেক সার্ভিস বাড়ানো ফেইসবুক কোম্পানি এবার ক্লাবহাউজের মতো অডিও চ্যাট সার্ভিস বানাচ্ছে বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস।অডিও চ্যাটিংয়ের জন্য ক্লাবহাউজে শুধু ইনভাইট করে অন্যকে অ্যাড করতে হয়। সম্প্রতি মার্ক জাকারবার্গ মাধ্যমটিতে যুক্ত হয়ে একটি আলোচনায় অংশ নেন।
টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ফেইসবুকের অডিও চ্যাট এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। তাই কবে এটি প্রকাশ হতে পারে, সেটি এখনো অনিশ্চিত।ফেইসবুক এর আগে স্ন্যাপচ্যাট এবং রিলের মতো অ্যাপ থেকে আইডিয়া কপি করে স্টোরিস সার্ভিস যুক্ত করে।ক্লাবহাউজের মতো সার্ভিস নিয়ে কাজ করছে টুইটারও। তারা এখন বেটা ভার্সনে দিচ্ছে।
অডিওভিত্তিক চ্যাটরুম অ্যাপ ক্লাবহাউজ হঠাৎই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গেছে। ফার্ম সেন্সর ডেটা জানিয়েছে জানুয়ারি পর্যন্ত ২.৩ মিলিয়ন বার অ্যাপটি ডাউনলোড হয়েছে।অ্যাপলের আইওএস ব্যবহারকারীরা ‘ক্লাবহাউজ’ অ্যাপটি শুধু ইনভাইটেশনের ভিত্তিতে ফ্রি চালাতে পারছেন।
আলোচিত এই অ্যাপে পাবলিক ও প্রাইভেট অডিও চ্যাট রুম আছে। এতে কথোপকথন রেকর্ড করা হয় না। তবে বেশ কিছু তারকার কথাবার্তা ইউটিউবে আপলোড করা হয়েছে। অ্যাপটিতে লাইভ ডিজে পার্টি, সেলিব্রিটি টক শো ও স্পিড ডেটিংয়ের মতো অডিওভিত্তিক কার্যক্রম চালানোর সুযোগ রয়েছে।
ক্লাবহাউজে প্রথমে সিলিকন ভ্যালির প্রযুক্তিবিদদের আনাগোনাই বেশি ছিলো। ধীরে ধীরে মার্কিন তারকা অপরাহ উইনফ্রে, অ্যাশটন কুচার, ড্রেক, জেরাড লিও এতে যুক্ত হন। তবে ফেইসবুক প্রধান মার্ক জাকারবার্গ ও টেসলা প্রধান ইলন মাস্ক এতে সাক্ষাৎকার দিলে ও টক শোতে অংশ নিলে দুই সপ্তাহে অ্যাপটির জনপ্রিয়তা অনেক বেড়ে যায়।
টুইটে ইলন মাস্ক জানান, তিনি অ্যাপটিতে লাইভে কথা বলবেন। এ ঘোষণার পরই গত ১ ফেব্রুয়ারি অ্যাপটির শেয়ার মূল্য ১১৭ শতাংশ বেড়ে যায়। মে মাসে চালু হওয়া অ্যাপটির মার্কেট ভ্যালু এখন ১০ কোটি ডলার।