অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে গড়েন ৯৬ রানের জুটি। কোহলির ব্যাট থেকে আসে ৬২ রান। এই দুইয়ের ব্যাটে দ্বিতীয় ইনিংসে ২৮৬ রান করে ভারত।
এদিন ব্যক্তিগত ২৮, ৫৬ ও ৭০ রানে জীবন পান অশ্বিন। যা কাজে লাগাতে মোটেও ভুল করেননি। টেস্ট ক্যারিয়ারে তৃতীয়বারের মতো ৫ উইকেট ও সেঞ্চুরির নজির গড়েন।
অশ্বিনের সেঞ্চুরিতে ইংল্যান্ডের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ৪৮২ রানের। তৃতীয় দিনের শেষ বিকেলে ব্যাট করতে নামা ইংল্যান্ড ১৯ ওভারে ৩ উইকেট হারিয়ে ফেলেছে। তুলেছে ৫৩ রান।
ডম শিবলিকে (৩) অক্ষর প্যাটেল, রবি বার্নসকে (২৫) অশ্বিন ও জ্যাক লিচকে (০) প্যাটেল তুলে নিয়েছেন। জয় থেকে এখনো ৪২৯ রান দূরে ইংলিশরা।
অর্থাৎ নাটকীয় কিছু না ঘটলে চার টেস্টের সিরিজে ১-১ এ সমতায় ফেরানোর পথে ভারত। সিরিজের তৃতীয় টেস্ট শুরু হবে ২৪ ফেব্রুয়ারি। আহমেদাবাদের ম্যাচটি হবে দিবা-রাত্রির।
সংক্ষিপ্ত স্কোর
ভারত ৩২৯ (রোহিত ১৬১, মঈন ৪-১২৮) এবং ২৮৬ (অশ্বিন ১০৬, মঈন ৪-৯৮, লিচ ৪-১০০)
ইংল্যান্ড ১৩৪ (অশ্বিন ৫-৪৩) এবং ৫৩-৩
ইংল্যান্ডের সামনে জয়ের লক্ষ্য: ৪৮২