হয়ে গেল দিয়া মির্জার বিয়ে

অনলাইন ডেস্ক, ১৫ ফেব্রুয়ারী।। দ্বিতীয়বারের মতো বিয়ে করলেন বলিউড অভিনেত্রী দিয়া মির্জা। ১৫ ফেব্রুয়ারি চুপিসারেই ব্যবসায়ী বৈভব রেখির সঙ্গে গাঁটছড়া বাঁধলেন তিনি। দুই পরিবারের ঘনিষ্ঠদের নিয়ে মুম্বাইয়ে এই শুভ কাজটি তারা সেরেছেন বলে জানিয়েছে এনডিটিভি।

মন্ত্রপাঠের পরপরই অবশ্য ফটোসেশনের জন্য বিয়ে ভেন্যুর প্রবেশমুখে আসেন তারা। এসময় মুহর্মুহু আলোক ঝলকানিতে ভেসে যান বসন্তের দ্বিতীয় দিনে বিয়ে করা এ নবদম্পতি।

সাবেক এই মিস ইন্ডিয়া ও মিস এশিয়া প্যাসিফিক বিয়েতে পরেছিলেন লাল শাড়ি এবং বৈভবের পরনে ছিল সাদা পাজামা-পাঞ্জাবি। ভারতীয় সংবাদমাধ্যম জানায়, আজ সন্ধ্যায় তাদের বিয়ে সম্পন্ন হয়েছে।

এর আগে গতকাল রবিবার ছিল দিয়ার মেহেন্দি অনুষ্ঠান। সেদিন মেহেন্দি রাঙা হাতের ছবি পোস্ট করে ইনস্টাস্টোরিতে অভিনেত্রী লিখেছিলেন- ‘পেয়ার’ (ভালোবাসা)। তারও আগে শনিবার রাতে বৈভব এবং বন্ধুদের সঙ্গে প্রি-ওয়েডিং পার্টিতে ব্যস্ত থাকতে দেখা গেছে নায়িকাকে।

উল্লেখ্য, ২০১৪ সালে ব্যবসায়িক পার্টনার সাহিল সংঘকে বিয়ে করেন দিয়া মির্জা। একসময় ছন্দপতন, বিয়ের পাঁচ বছরের মাথায় ২০১৯ সালের আগস্ট মাসে বিচ্ছেদের ঘোষণা দেন তারা। এর দুই বছরের মধ্যে বৈভবের সঙ্গে হলো দিয়ার দ্বিতীয় বিয়ে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?