মাদ্রাসার প্রাক্তন এবং বর্তমান ছাত্রদেরকে নিয়ে এই মিছিলে তারা তাদের বিভিন্ন দাবি গুলো তুলে ধরেন। তার মধ্যে অন্যতম দাবি গুলো হল, রাজ্যের মধ্যে শীঘ্রই মাদ্রাসা কলেজ স্থাপন করা, মাদ্রাসা বোর্ড গঠন করা এবং মাদ্রাসার সিলেবাস পরিবর্তন না করা। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকের স্বল্পতা পূরন করা, ডেপুটেশন প্রদানকালে বিদ্যালয় পরিদর্শকের দেখা পায়নি ছাত্ররা।
তাদের অভিযোগ বিদ্যালয় পরিদর্শক তাদেরকে সময় দিয়ে উপস্থিত ছিলেন না, পরিবর্তন সময় সহকারী পরিদর্শকের হাতে দাবি সমূহ তুলে দেওয়া হয়। ছাত্ররা জানায় অতিসত্বর রাজ্যে শিক্ষামন্ত্রী অথবা শিক্ষা দপ্তর থেকে মাদ্রাসা সার্টিফিকেটের সমস্যার জন্য বিবৃতি দিতে হবে।না হয় আগামী দিন বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।