অনলাইন ডেস্ক, ১৬ ফেব্রুয়ারী।। ক্রোম ব্রাউজার ব্যবহারের সময় একসঙ্গে অনেকগুলো ট্যাব ব্যবহারের অভিজ্ঞতা আরো মসৃণ করতে নতুন একটি ফিচার পরীক্ষা করে দেখছে গুগল।একসঙ্গে অনেক ট্যাব ব্যবহার করলে স্ক্রিনের সাইজের ভেতর ট্যাবের পরিধি কিছুটা ছোট হয়ে আসে। এতে ট্যাবগুলো একটি থেকে আরেকটি আলাদা করা কঠিন হয়ে পড়ে।এক্সডিএ ডেভেলপার জানিয়েছে, গুগল এখন স্ক্রলিং ট্যাব পরীক্ষা করে দেখছে।
ফিচারটি শেষ পর্যন্ত রাখা হলে ট্যাবের আকার ঠিক রেখে ব্যবহারকারীরা উপরে-নিচে স্ক্রল করে ট্যাব খোঁজার সুবিধা পাবেন।ফিচারটি পরীক্ষাধীন থাকলেও chrome://flags এখানে গেলে পেতে পারেন।ফিচারটি আসলে ব্রাউজার হালনাগাদ করে নিতে হবে।
ক্রোম ব্রাউজার হালনাগাদের আগে দেখে নিন আপনি কোন সংস্করণ ব্যবহার করছেন। ওপরের ডান কোনায় তিন বিন্দুওয়ালা বোতামে ক্লিক করে ‘সেটিংস’ নির্বাচন করুন। এরপর অ্যাবাউট ক্রোমে ক্লিক করলেই বর্তমান সংস্করণ দেখাবে। সে সঙ্গে দেখাবে নতুন কোনো সংস্করণে হালনাগাদের সুযোগ আছে কি না। যদি থাকে তো স্বয়ংক্রিয়ভাবে হালনাগাদ শুরু হয়ে যাওয়ার কথা।
আর স্বয়ংক্রিয়ভাবে হালনাগাদ না হলে ক্রোম উইন্ডোর ওপরের ডান কোনার ওই তিন বিন্দুর পাশেই ‘আপডেট’ অপশন পাওয়া যাবে, সেখানে ক্লিক করতে হবে।হালনাগাদ হয়ে গেলে ক্রোম পুনরায় চালু করতে বলবে। সে ক্ষেত্রে ‘রিলঞ্চ’ বোতামে চাপলেই আপাতত কাজ শেষ।