ইয়াশরাজ ফিল্মস প্রযোজিত এ ছবির নাম ‘মহারাজা’, পরিচালনা করছেন সিদ্ধার্থ পি মালহোত্রা।
বলিউড হাঙ্গামা জানায়, এ ছবির জন্য মুম্বাইয়ের বিজয়নগরে গত মাসে বড়সড় সেট বানানো শুরু হয়। সব কাজ নিখুঁত করতে পরিচালক সিদ্ধার্থ ও তার প্রডাকশন ডিজাইন টিম খুবই পরিশ্রম করেছেন। আর পুরো প্রজেক্টের ওপর দৃষ্টি রেখেছেন আমির। এ ছবিতে জুনায়েদের বিপরীতে নায়িকা হচ্ছে ‘অর্জুন রেড্ডি’-খ্যাত শালিনী পাণ্ডে।
১৮৬২ সালে মহারাজা লিবেল কেস অবলম্বনে ‘মহারাজা’ তৈরি হচ্ছে। একটি ধর্মীয় গোষ্ঠীর প্রধান ওই সময় এক সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
তখন সংবাদমাধ্যমে ওঠে এসেছিল ধর্মীয় নেতার দ্বারা পূজারিণীর যৌন নিগ্রহের ঘটনা। চাঞ্চল্যকর কাহিনিতে নির্মিতব্য সেই ছবিতে সাংবাদিক কারসানদাস মুলজির চরিত্রে অভিনয় করছেন জুনায়েদ।
বড়পর্দায় মুখ দেখানোর আগে তিন বছর ধরে থিয়েটার করেছেন জুনায়েদ, নিজেকে তৈরি করার জন্য। আমির খান অভিনীত ‘পিকে’ ছবিতে পরিচালকের সহকারী হিসেবে কাজ করেছেন।
এদিকে আমির খান বর্তমানে ব্যস্ত রয়েছে ‘লাল সিং চাড্ডা’। হলিউড সিনেমা ‘ফরেস্ট গাম্প’-এর অফিশিয়াল রিমেক এটি। ছবিটি মুক্তি পাবে ডিসেম্বর।