শিশু দুটির মা ভুবনেশ্বরী জানিয়েছেন, দুই মেয়েকে ঘুম পাড়িয়ে যখন তিনি ঘরের কাজ করছিলেন, সে সময় ঘটে এই ঘটনা। তিনি ভয়ে চিৎকার শুরু করেন৷ কিন্তু প্রতিবেশীরা আশার আগেই দুই শিশুকে নিয়ে পালায় বাঁদরগুলি। এরপর বাঁদরদের গতিবিধি লক্ষ করে একটি বাড়ির ছাদ থেকে এক শিশুকে উদ্ধার করা হয়। কিন্তু জলাশয়ে পড়ে মৃত্যু হয় অন্য শিশুর।