ভূমিকম্পের ঘটনাটি ঘটেছে জাপানে রবিবার রাতে। এর জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়ি। ব্যাহত হয়েছে বিদ্যুৎ পরিষেবা, রেল পরিষেবা, জল পরিষেবা। বেশি ক্ষতি হয়েছে তোহোকু অঞ্চলের মিয়াগি ও ফুকুশিমা এলাকায়। তবে কোনও নিউক্লিয়ার প্ল্যান্ট ক্ষতিগ্রস্ত হয়নি বলেই জানা গিয়েছে।
এও জানা গিয়েছে, এখনই সুনামির কোনও আশঙ্কা নেই। তবে জাপানের উত্তর-পূর্বের বহু বাড়িতে ফাটল ধরেছে, ভেঙে পড়েছে জানলা। ফুকুশিমায় বহু জায়গায় ধস নেমেছে। টোকিয়ো শহরের বাড়িগুলিও কেঁপে উঠেছিল।
বিদ্যুৎ ও জল পরিষেবা ব্যাহত হয়েছে বহু জায়গায়। অনেক জায়গায় জলের ট্যাঙ্কার পাঠিয়ে পরিস্থিতি সামাল দিতে হয়। পাশাপাশি জাপানের সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে, ভূমিকম্পে অন্তত ১০৪ জন আহত হয়েছেন।