এই অবস্থায়, রবিবার অসমে দাঁড়িয়ে রাহুল গান্ধি বললেন, ‘রাজ্যে ক্ষমতায় এলে সিএএ করতে দেবে না কংগ্রেস। অসম চুক্তি মেনে চলবে সরকার।’ রাহুল এদিন বলেন, ‘অসম চুক্তি রাজ্যে শান্তি প্রতিষ্ঠা করেছিল। অসমীয়াদের জাতি সত্ত্বাকে মর্যাদা দেয় এই চুক্তি। কিন্তু সিএএ লাগু হলে অসম ভাঙবে, তাতে নরেন্দ্র মোদি, অমিত শাহের ক্ষতি হবে না, কিন্তু ক্ষতি হবে দেশের ও অসমের’।