অনলাইন ডেস্ক, ১৬ ফেব্রুয়ারী।। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে গেল ট্রাক। যার জেরে মৃত্যু হল ১৫ জন শ্রমিকের। ভয়ঙ্কর এই দুর্ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের জলগাঁওতে। জানা গিয়েছে, রবিবার রাতে মহারাষ্ট্রের জলগাঁও জেলায় কিনগাঁও গ্রামে দুর্ঘটনাটি ঘটেছে। ট্রাক উল্টে দুর্ঘটনায় প্রাণ হারান ১৫ জন শ্রমিক। গুরুতর আহত হয়েছেন আরও ২ জন। মৃতদের মধ্যে ৭ জন পুরুষ, ৬ জন মহিলা ও ২ জন শিশুও রয়েছে।
দুর্ঘটনার পর ঘাতক ট্রাকের চালককে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। দুর্ঘটনায় মৃত শ্রমিকরা সবাই আভোদা, কারহালা ও রাভের জেলা বাসিন্দা বলে জানা গিয়েছে। ট্রাকটি পেঁপে বোঝাই ছিল। রবিবার মধ্যরাতে কিনগাঁও গ্রামে একটি মন্দিরের কাছে ট্রাকটি উল্টে যায়। আহতরা বর্তমানে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।