স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৪ ফেব্রুয়ারী।। মাঝে আর মাত্র একটি দিন, তারপরই সকলে বাগ দেবির আরাধনায় মেতে উঠবে। বিদ্যার দেবি সরস্বতীর পুজাকে সামনে রেখে অন্যান্য বছরের ন্যায় এই বছরও মৃৎ শিল্পীরা দেবী সরস্বতীর মূর্তি নিয়ে রাজধানীর বাজারে উপস্থিত হয়েছে। রবিবার রাজধানীর বিভিন্ন বাজারে দেখা যায় মৃৎ শিল্পীরা তাদের হাতে তৈরি দেবী সরস্বতীর মূর্তি নিয়ে হাজির হয়েছে বিক্রয় করার জন্য। রবিবার ছুটির দিন।
তাই অনেকে দেবী সরস্বতীর মূর্তি ক্রয় করার জন্য ছুটির দিনটিকে বেছে নিয়েছেন। এইদিন বহু ক্রেতা মূর্তি ক্রয় করার জন্য বাজারে আসেন। ক্রেতাদের বক্তব্য মূর্তির দাম তেমন একটা বেশি নয়। অপরদিকে মূর্তি বিক্রেতারা জানান এই বছর দেবী সরস্বতীর চাহিদা কিছুটা কম। তাই তারাও কম পরিমাণে মূর্তি তৈরি করেছেন। তবে মূর্তি তৈরির জন্য প্রয়োজনীয় সামগ্রীর দাম কিছুটা বেশি বলে জানান তারা।