মাস কয়েক ধরে শোনা যাচ্ছিল, শাহরুখের ‘পাঠান’ ছবিতে ভক্তদের সেই খেদ পূরণ হতে যাচ্ছে। যদিও ছিল না কোনো আনুষ্ঠানিক ঘোষণা।
এখন শোনা যাচ্ছে, ‘বিগ বস’-এর চলতি সিজন শেষ করেই ‘পাঠান’-এর জন্য শুটিং শুরু করবেন সালমান। এ কথা জানিয়েছেন ভাইজান নিজেই।
২০১৮ সালের ‘জিরো’র পর ফের এই অ্যাকশন থ্রিলারের মাধ্যমে বড়পর্দায় ফিরছেন কিং খান। যশরাজ ফিল্মস প্রযোজিত এই ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন সিদ্ধার্থ আনন্দ। পূর্ণদৈর্ঘ্যের চরিত্রে নয়, বড় দৈর্ঘ্যের অতিথি শিল্পী হয়ে এই ছবিতে দেখা যাবে সালমানকে।
‘বিগ বস’-এর ‘উইকেন্ড কা বার’ এপিসোডে নিজের আসন্ন ছবিগুলো নিয়ে আলোচনা করেন সালমান। ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি এবং ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ রয়েছে সেই তালিকায়। অভিনেতা বলেন, “জীবন জীবনের মতো চলবে।
যখন এই শো বন্ধ হয়ে যাবে, তখন প্রথমে ‘পাঠান’, তারপর ‘টাইগার থ্রি’ ও ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’র কাজ শুরু করা হবে। ”তবে আবারও কালার্স চ্যানেলে ‘বিগ বস’ নতুন সিজন নিয়ে ফিরে আসবে বলে আশ্বাস দিয়েছেন অভিনেতা।
সালমানের মুক্তি প্রতীক্ষিত অন্য দুই ছবি হলো ‘রাধে: ইউর মোস্ট ওয়ান্টেড ভাই’ ও ‘অন্তিম’। এ ছাড়া আমির খানের ‘লাল সিং চাড্ডা’ ছবিতে অতিথি চরিত্রে অভিনয় করেছেন তিনি।
গত নভেম্বরে শুরু হয়েছে ‘পাঠান’-এর শুটিং। শাহরুখের সঙ্গে আরও থাকছেন দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম।