হ্যারি ও মেগানের মুখপাত্র রবিবার জানিয়েছেন, খুব শিগগিরি আর্চি বড় দাদা হতে চলেছে। মা হচ্ছেন ৩৯ বছর বয়সী মেগান, হ্যারি এখন ৩৬। তবে আর্চির জন্মের পর আরও একবার সন্তানসম্ভবা হয়েছিলেন মেগান। কিন্তু সেই প্রাণ পৃথিবীর মুখ দেখেনি। ২০২০ তেই সেই খবর সকলের সঙ্গে ভাগ করে নেন ডাচেস অফ সাসেক্স। সন্তান হারানোর যন্ত্রণা সইতে হয়েছে তাঁকে।