চিত্র সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নের উদ্যোগ

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৪ ফেব্রুয়ারী।। ‘ত্রিপুরা ফটো জার্নালিস্টস এসোসিয়েশন’ চিত্র সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নে বরাবরই বিশেষ ভুমিকা পালন করে চলছে। রাজ্যে বেড়েছে মিডিয়া হাউসের সংখ্যা, পাশাপাশি বেড়েছে চিত্র সাংবাদিকদের সংখ্যাও, তাই বিশেষ করে নিউজ ক্যামেরাম্যানদের পেশাগত উৎকর্ষতা বৃদ্ধির লক্ষ্যে ত্রিপুরা ফটো জার্নালিস্টস এসোসিয়েশনের উদ্যোগে আগামী ১৯শে ফেব্রুয়ারি থেকে ২১শে ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হতে চলছে নিউজ ক্যামেরাম্যানদের জন্য কর্মশালা।

১৯শে ফেব্রুয়ারি সকাল ১১টায় আগরতলা প্রেস ক্লাবে এই কর্মশালার উদ্বোধন করবেন রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেব বর্মণ। কর্মশালা পরিচালনায় থাকবেন কোলকাতার সুনামধন্য নিউজ ক্যামেরাম্যান বাবলু দাস ও কোলকাতার সুনামধন্য চিত্র সাংবাদিক শুভেন্দু চ্যাটার্জি। উদ্বোধনী অনুষ্ঠানে ফোকাস নামে একটি স্মরণিকা প্রকাশ করা হবে। তাছাড়া অনুষ্ঠানে চিত্রসাংবাদিক হিসেবে অবদানের জন্য সংগঠনের প্রাক্তন সভাপতি প্রদীপ চক্রবর্তীকে বুদ্ধ গুপ্ত স্মৃতি পুরস্কার, সংগঠনের সিনিয়র মেম্বার সুমন দেবরায়কে রাকেশ দেবনাথ স্মৃতি পুরস্কার, প্রাক্তন মেম্বার তাপস ধরকে অভিজিৎ রাহা স্মৃতি পুরস্কার ও সিনিয়র চিত্রসাংবাদিক বিকাশ কোলেকে বিশেষ সন্মান প্রদান করবেন উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মন।

যেসকল নিউজ ক্যামেরাম্যান বন্ধুরা এই কর্মশালায় অংশগ্রহণ করতে চান, তাদের আগামী দুই দিনের মধ্যে ৯৭৭৪৩৮৮৬১৯ / ৭০০৫২৩৫৬৭৩ নম্বরে ফোন করে নিজের নাম লিপিবদ্ধ করানোর জন্য অনুরোধ করেছে সংগঠনের সাধারণ সম্পাদক রমাকান্ত দে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?