বিচারপতি কিষাণ কউল ও হৃষিকেশ রায়য়ের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, বিয়ে কখনই সমষ্টির সিদ্ধান্তের উপর নির্ভর করে না। বিয়ে দু’জন প্রাপ্ত বয়স্ক মানুষের সিদ্ধান্ত। তাঁরা যদি পরস্পরের সঙ্গে থাকার সিদ্ধান্ত নেন, তাহলে সেখানে পরিবার বা সম্প্রদায়ের বাধা দেওয়ার কোনও অধিকার নেই। এক্ষেত্রে, সামাজিক প্রতিষ্ঠা বা পারিবারিক সম্মানের মতো বিষয়গুলি গ্রাহ্য হতে পারে না বলেও জানিয়েছে আদালত। বিষয়টি নিয়ে পুলিশ প্রশাসনকে গাইড লাইন প্রকাশের নির্দেসও দিয়েছে সুপ্রিম কোর্ট।