দু’জন প্রাপ্ত বয়স্ক বিয়ে করলে বাধা দিতে পারবে না পরিবার, সম্প্রদায়, নির্দেশ সুপ্রিম কোর্টের

অনলাইন ডেস্ক, ১৪ ফেব্রুয়ারী।। দু’জন প্রাপ্ত বয়স্ক বিয়ের সিদ্ধান্ত নিলে অনেক সময়েই সেক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় পরিবার বা সম্প্রদায়। উঠে আসে জাতপাতের প্রশ্ন। ফলে সমস্যায় পড়তে হয় বহু হবু দম্পতি বা সদ্য বিবাহিতদের।তবে সম্প্রতি এই বিষয়ে গুরুত্বপূর্ণ রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়েছে, দুজন প্রাপ্তবয়স্ক যখন ভেবে চিন্তে সিদ্ধান্ত নেন, সেক্ষেত্রে পরিবার বা সম্প্রদায় বাধা হয়ে দাঁড়াতে পারে না।

বিচারপতি কিষাণ কউল ও হৃষিকেশ রায়য়ের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, বিয়ে কখনই সমষ্টির সিদ্ধান্তের উপর নির্ভর করে না। বিয়ে দু’জন প্রাপ্ত বয়স্ক মানুষের সিদ্ধান্ত। তাঁরা যদি পরস্পরের সঙ্গে থাকার সিদ্ধান্ত নেন, তাহলে সেখানে পরিবার বা সম্প্রদায়ের বাধা দেওয়ার কোনও অধিকার নেই। এক্ষেত্রে, সামাজিক প্রতিষ্ঠা বা পারিবারিক সম্মানের মতো বিষয়গুলি গ্রাহ্য হতে পারে না বলেও জানিয়েছে আদালত। বিষয়টি নিয়ে পুলিশ প্রশাসনকে গাইড লাইন প্রকাশের নির্দেসও দিয়েছে সুপ্রিম কোর্ট।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?