টুইটে তিনি লেখেন, ‘আমাকে ও আমার বাবা, বোন ও তাঁর বাচ্চাদের গৃহবন্দী করে রাখা হয়েছে’। উল্লেখ্য, ওমরের বাবা ফারুক আবদুল্লাও জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী। ওমরের টুইট করা ছবিতে দেখা যাচ্ছে তাঁর বাড়ির সামনে পুলিশ, পুলিশের গাড়ি মোতায়েন রয়েছে। টুইটে তাঁর অভিযোগ, ২০১৯ সালের অগাস্টের পর এটাই নতুন কাশ্মীর। মেহবুবা মুফতিরও অভিযোগ, তাঁকে বাড়ির বাইরে যেতে ও কর্মসূচিতে যেতে দেওয়া হচ্ছে না।
যদিও পুলিশের দাবি, পুলওয়ামায় জঙ্গি হামলার দু’বছর পূরণ উপলক্ষ্যে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। সে কারণেই এই কড়াকড়ি। সমস্ত ভিআইপিদের নিরাপত্তাও বাড়ানো হয়েছে। শনিবারই, লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন, কাশ্মীরের পরিস্থিতি বর্তমানে শান্ত, সময় হলেই কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে। তার মাঝেই এই অভিযোগ ওঠায় ছড়িয়েছে চাঞ্চল্য।