যেখানে কৃষক আন্দোলন কোন পথে যাবে, কীভাবে তা নিয়ে এগোন হবে তার আগাম কিছু বর্ণনা ছিল। পুলিশ জানিয়েছে, খালিস্তান পন্থী একটি সংগঠনের সরাসরি মদত আছে এই টুলকিটে। পুলিশ জানিয়েছে, দীশা ওই টুলকিট তৈরির সঙ্গে যুক্ত ছিলেন। তাই তাঁকে গ্রেফতার করা হয়েছে। যদিও দীশা বলেছেন, তিনি ওই টুলকিট তৈরির সঙ্গে যুক্ত নন, তিনি শুধু কৃষকদের সমর্থনে মুখ খুলেছিলেন। শনিবারই তাঁকে গ্রাফতার করে দিল্লি নিয়ে আসা হয়।