রবিবার রাজধানীর সিটি সেন্টারে স্বেচ্ছায় রক্তদান শিবিরের সূচনা করে এই কথা বলেন বিধায়ক সুদীপ রায় বর্মণ। ভ্যালেন্টাইন ডে উপলক্ষে সামনে রেখে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরের উদ্ধোধনি অনুষ্ঠানে বিধায়ক সুদীপ রায় বর্মণ ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক আশিস সাহা, বিধায়ক আশিস দাস সহ অন্যান্যরা। এইদিনের শিবিরে অনেকে স্বেচ্ছায় উৎসাহের সাথে রক্তদান করে।