জানা গিয়েছে, চিত্তুর জেলা থেকে যাত্রী নিয়ে হায়দরাবাদে যাচ্ছিল বাসটি। যাত্রীরা প্রত্যেকেরই আজমিরে যাচ্ছিলেন বলে জানা গেছে। সংবাদ সংস্থা পিটিআই-এর তথ্য অনুযায়ী এক আধিকারিক জানাচ্ছেন, প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে বাসের চালক নিয়ন্ত্রণ হারানোর ফলেই এই দুর্ঘটনা। চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার অপরপাশে গিয়ে ধাক্কা মারে লরিটিকে। দুর্ঘটনায় এত মানুষের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগন্মোহন রেড্ডি।
একইসঙ্গে আহতদের দ্রুত উদ্ধার এবং সমস্ত চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য আধিকারিকদের নির্দেশও দিয়েছেন তিনি। জগন্মোহন রেড্ডির দফতরের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, “মুখ্যমন্ত্রী উদ্ধারকাজ ও চিকিৎসা পরিষেরা তরান্বিত করার জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দিয়েছেন এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।”