১৪ ই ফেব্রুয়ারি ইনস্টাগ্রামে শুভশ্রীর দেওয়া ভিডিও-তে মেতেছেন নেটিজেনরা। কয়েক সেকেন্ডের ব্যুমেরাং ভিডিওতে রাজকে দেখা গেল শুভশ্রীর বুকে মাথা গুঁজে প্রেমের জোয়ারে ভাসতে।
আর সেই ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিওই ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়ায় ফাঁস করেছেন রাজ-ঘরণী শুভশ্রী। ভিডিওয় দেখা যাচ্ছে শুভশ্রীর খুব কাছাকাছি রাজ। স্ত্রীর বুকে মাথা রেখে নিশ্চিন্তে পরিচালক রাজ চক্রবর্তী। শুভশ্রী উষ্ণতা মেখে নিচ্ছেন সারা গায়ে, খোলা চুলে। একইরকমভাবে রাজকেও আদরে ভরিয়ে দিচ্ছেন অভিনেত্রী।
স্বামীর কপালে এঁকে দিচ্ছেন আলতো চুমু। যেন একে-অপরের মধ্যে হারিয়ে গিয়েছেন। আর এমন ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ভাইরাল না হয়ে পারে? অতঃপর ভ্যালেন্টাইন ডে-তে রাজশ্রীর এই ভিডিও-ই শোরগোল ফেলে দিয়েছে নেটদুনিয়ায়। রইল ভিডিও
রাজ-শুভশ্রীর পারিবারিক ছবি হোক কিংবা রোম্যান্স, সবই ভাইরাল হয় নেটদুনিয়ায়। বর্তমানে সেই ভাইরাল টিমে যুক্ত হয়েছে তাঁদের সন্তান ইউভানও। রীতিমতো ‘সোশ্যাল-স্টার’ সেই খুদে। শুভশ্রীর জীবনে এখন যে আর একজন পুরুষ নেই তা বলাই বাহুল্য।
তাঁর জীবনে এখন দু’জন পুরুষ৷ আর তাই ছেলেকেও এই দিনে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী৷ ছেলে ইউভানকে কোলে নিয়ে শুভশ্রী। মায়ের কোল চুপটি করে বসে আদর খাচ্ছে সে৷ ছেলে ও স্বামীর সঙ্গে এইভাবেই ভ্যালেন্টাইনস ডে কাটাচ্ছেন টলি নায়িকা৷