একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে টানা দুই দিন ধরে একে অপরের “লিপ লক” করে ভালোবাসা ব্যক্ত করেছিলেন ওই দম্পতি। টানা ৪৬ ঘন্টা ২৪ মিনিট স্থায়ী হয়েছিল তাদের সেই “কিস” পর্যায়। তাদের এই চুমু বিশ্বের ইতিহাসে সবথেকে দীর্ঘ চুমু হিসেবে স্বীকৃতি পেয়েছে। থাইল্যান্ডের ওই দম্পতির নাম একচাই এবং লাকসানা। রবিবার তাদের লিপলক শুরু হয়। শেষ হয় মঙ্গলবার!
গ্রিনিজ বুক অব রেকর্ডসে স্বীকৃতি পেয়েছিল তাদের এই দীর্ঘতম লিপ লক। এই রেকর্ড গড়ে এক লক্ষ ২১ হাজার ৫১১ টাকার হীরের আংটি পুরস্কার হিসেবে পেয়েছেন তারা। এছাড়াও তাদের ঝুলিতে এসেছে নগদ ২ লক্ষ ৪৩ হাজার টাকা। ওই প্রতিযোগিতায় ১৪ জন দম্পতিকে প্রতিযোগী হিসেবে বেছে নেওয়া হয়েছিল। যার মধ্যে ছিলেন একচাই এবং লাকসানা।
এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য একটি বিশেষ শর্ত রাখা হয়েছিল। প্রতিযোগীদের অবশ্যই বিবাহিত হতে হবে অথবা সম্পর্ক নিয়ে অত্যন্ত নিশ্চিত হতে হবে। বিবাহিতদের ক্ষেত্রে ম্যারেজ সার্টিফিকেটের প্রদর্শন বাধ্যতামূলক করে দেওয়া হয়েছিল। অবিবাহিতদের ক্ষেত্রে বাবা মায়ের অনুমতি পত্র আবশ্যক করা হয়েছিল।