গেইলের পাশে রোহিত, জানালেন এই উইকেটে ৩৫০ রানই যথেষ্ট

অনলাইন ডেস্ক, ১৩ ফেব্রুয়ারী।। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে শতরান ছিল না। চেন্নাইতে দ্বিতীয় টেস্টে সেটা করে ফেলতেই রোহিত শর্মা নাম তুলে ফেললেন ক্রিস গেইলের পাশে।

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট, একদিনের ম্যাচ এবং টি-টোয়েন্টি, তিন ঘরানার ক্রিকেটেই শতরানের নজির গড়লেন রোহিত। বিশ্বে এই কৃতিত্ব আর আছে শুধু ওয়েস্ট ইন্ডিজ তারকা ক্রিস গেইলের।

একদিনের ক্রিকেটে ইংল্যান্ডের বিরুদ্ধে রোহিতের দুটি শতরান আছে। প্রথমটি ২০১৮ সালে নটিংহ্যামে অপরাজিত ১৩৭ রান। পরেরটি ২০১৯ সালে বিশ্বকাপে বার্মিংহামে ১০২ রান।

টি-টোয়েন্টি ক্রিকেটে ইংল্যান্ডের বিরুদ্ধে রোহিতের একটিই শতরান। সেটি ২০১৮ সালে ব্রিস্টলে অপরাজিত ১০০ রান। এরপর চলতি চেন্নাই টেস্টে প্রথম দিনই রোহিতের ১৬১ রান।

পরে সাংবাদিক সম্মেলনে রোহিত বলেন, “আমার মনে হয় ৩৫০ রান এই পিচে যথেষ্ট। আমাদের হাতে এখনও ৪টে উইকেট রয়েছে। পন্থ এবং অক্ষর লম্বা ইনিংস খেলবে এই আশা করি। যত বেশি রান তুলে নেওয়া যায় ততই ভাল কারণ দ্বিতীয় দিন থেকে বল আরও ঘুরবে।”

প্রথম দিনের শেষে ভারতের প্রথম ইনিংসে স্কোর ৩০০-৬। রোহিতের সঙ্গী হিসেবে শনিবার ভারতকে ভাল জায়গায় পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছিলেন সহ-অধিনায়ক রাহানে। রোহিতের সঙ্গে জুটি বেঁধে ১৬২ রান করেন তিনি। রোহিত বলেন, “আমাদের অন্যতম প্রধান ক্রিকেটার রাহানে।

দলের প্রয়োজনে সব সময় ব্যাট হাতে মেলে ধরেছে নিজেকে। দারুণ কিছু ইনিংস খেলেছে ও। লাঞ্চের আগে ৩ উইকেট পড়ে গিয়েছিল আমাদের। সেই সময় রাহানের সঙ্গে জুটিটা খুব গুরুত্বপূর্ণ ছিল আজ। ওকে নিয়ে কেন এত কথা হচ্ছে বুঝতে পারছি না।”

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?