সেই কারণে তাঁকে দায়িত্ব থেকে সরানো হয়েছে। সেই ঘটনাকে কেন্দ্র করেই শনিবার টুইট করেন রাহুল গাঁধি। পরোক্ষে এই ঘটনার জন্য যেন বিঁধলেন মোদী সরকারকেই।
শনিবার রাহুল টুইট করেন, ‘শেষ কিছু বছরে হিংসা যেন স্বাভাবিক ঘটনা হয়ে গিয়েছে। আমাদের প্রিয় ক্রিকেটও যেন নিস্তার পেল না সেই হিংসা থেকে।
ভারত আমাদের সবার। এই একতা ভাঙতে দেবেন না’। তীরটা যেন বিজেপি সরকারের দিকেই তাক করলেন কংগ্রেস নেতা। এর আগে জাফরের বিরুদ্ধে অভিযোগ ওঠে অনুশীলনের সময় নষ্ট করে নমাজ পড়তেন তিনি।
নিজের ধর্মের ক্রিকেটারদের বেশি প্রাধান্য দিতেন। তবে অনিল কুম্বলে, মনোজ তিওয়ারি ও বিদর্ভ ক্রিকেট দলের প্রাক্তন সঙ্গীদের পাশে পেয়েছিলেন তিনি। জাফর এমন কাজ করতে পারেন বলে কেউই মানতে চাননি।