স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৪ ফেব্রুয়ারী।। কাজ করার কায়দা থাকতে হবে এবং সে কাজ ভালো মানসিকতার সঙ্গে করতে হবে। আমাদের ভারতীয় সংবিধান এমন সংবিধান যার মধ্যে জনগণের স্বার্থে সবকিছু করার ব্যবস্থা আছে।
মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রবিবার আগরতলায় ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসারস এসোসিয়েশনের উদ্যোগে শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন।
তিনি বলেন, আমি জানি কিভাবে ম্যানপাওয়াকে রিসাইকেল করতে হয়। ১০১৯ টা আর্বান বডি আছে যার বিভিন্ন উন্নয়নমূলক কাজের ছবি দুটি লাইন লিখে পোষ্ট করে দিলেই প্রচারে চলে আসবে। অফিসারের দায়িত্ব পাবলিকের কাজ গুলোকে যত তাড়াতাড়ি তাদের কাছে পৌঁছে দেওয়া।
কোন অফিসারের কি গুন তা জানা উচিত তার অফিসের সিনিয়র অফিসারের। তাহলেই কাজের গতি বাড়বে। মুখ্যমন্ত্রী আরও বলেন, দূর্গা পূজার প্যান্ডেল গুলিতে শান্তি সম্প্রীতি রক্ষা করুন বলে প্রচার করিয়েছিল এই লেখাতেই সিপিআইএম বুঝিয়ে দিল যে তারা সাম্প্রদায়িক দল। পবিত্র ভূমিকে ২৫ বছর শাসন করে বরবাদ করেছে সিপিএম।
আজ পরিবর্তন হয়েছে। অফিসাররা কিন্তু পরিবর্তন হয়নি আগের যারা তারাই রয়েছেন কিন্তু আগে তাদেরকে ত্রিপুরায় পাঁচতলার বেশি বিল্ডিং তোলা যায় না বলে বুঝিয়ে রাখা হয়েছিল কিন্তু এখন তারাই দিন রাত কাজ করে তৈরি করছে বহুতল বিশিষ্ট বিল্ডিং। এমন কোন কাজ নেই যেটা পাবলিক চায় কিন্তু করা যায় না।
তিনি জানান, প্রতি মাসের ১৪ তারিখ যে স্কীম আসবে সে স্কীমের কাজ ফরওয়ার্ড করুন এবং আগামী মাসের ১৪ তারিখে ফলো আপ করুন। টিসিএস অফিসার এসোসিয়েশন মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে টাকা দিয়েছেন, বিভিন্ন জায়গাতে ও মানুষকে সাহায্য করেছেন সবাইকে নিয়ে কাজ করার রেস্পন্সিবিলিটি নিয়ে কাজ করতে হবে।
মুখ্যমন্ত্রী বলেন, এই প্রথমবার ৭০০০ ফলোআপ রেজিস্ট্রেশন করা হয়েছে আগে বলতো গরিবের সরকার কিন্তু রাস্তার পাশের মাছ ব্যবসায়ীদের নাম নেই। সরকারের খাতায় শুধু আড়ৎদারদের নাম ছিল। কিন্তু এখন সবার নাম সরকারের কাছে আছে।