এই খবর দিলেন স্বয়ং পরিচালক। অরিত্রর কথায়, “হিন্দি চিত্রনাট্যের কাজ চলছে। হিন্দির মতো করেই পুরোটা ভাবা হচ্ছে। সুস্মিতা সেন অভিনীত ওয়েব সিরিজ আরিয়ার লেখিকা অনু সিং চৌধুরী লিখছেন। নতুন করে শুট হবে। নাম, লোকেশন সব বদলে যাবে।”
‘উইনডোজ’-এর প্রযোজনায় এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন ঋতাভরী চক্রবর্তী। হিন্দি ছবিটিতেও তিনিই থাকছেন কি না, সে বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি বলে জানালেন অরিত্র।
শুধু মুখ্য চরিত্র নয়, কোনও চরিত্রের অভিনেতা নির্বাচনের কাজ এখনও হয়নি বলেই জানালেন তিনি। এমনকি কে পরিচালনা করবেন, তাও এখনও ঠিক হয়নি বলেই খবর।
ভারতীয় সমাজে এখনও পর্যন্ত মহিলা পুরোহিতদের তেমন ভাবে গ্রহণ করা হয়নি। তাঁদের কাজ এখনও চ্যালেঞ্জিং। এই ছবির গল্পের সূত্রেই বারবার উঠে এসেছে বাস্তবের মহিলা পুরোহিত নন্দিনী ভৌমিকের নাম।
ঋতাভরী ছাড়াও সোহম মজুমদার, সোমা চক্রবর্তী, অম্বরীশ ভট্টাচার্য, মানসী সিনহা, শুভাশিস মুখোপাধ্যায়ের মতো শিল্পীর অভিনয়ে সমৃদ্ধ এই ছবি। লকডাউনের আগে বক্স অফিসে যথেষ্ট সাড়া ফেলেছিল ছবিটি। কিন্তু লকডাউনে স্বাভাবিক ভাবেই ব্যবসার ক্ষতি হয়। পরে ফের মুক্তি পেয়েছিল ছবিটি।