পাশাপাশি এদিন এক স্বাস্থ্য শিবিড় অনুষ্ঠিত হয়। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করেন ডাঃ অরুনাভ ভট্টাচার্য ও ডাঃ শান্তা সূত্রধর। রবিসুধার ছাত্র ছাত্রীরা সঙ্গীত পরিবেশন করে। ত্যাগ ও সেবার মানসিকতা নিয়ে কাজ করে যেতে হবে। এই ক্ষেত্রে রক্তদান অন্যতম মাধ্যম। তাই পাশে দাড়াতে এই পন্থা অনুসরণ করার আহবান জানান রামকৃষ্ণ মিশন আগরতলার সম্পাদক স্বামী ইন্দ্রাত্মানন্দ মহারাজ ।