অনলাইন ডেস্ক, ১৩ ফেব্রুয়ারী।। বিগ বস-১৪ এ অংশ নেওয়ার আগে রুবিনা দিলায়েক ও অভিনব শুক্লার মধ্যে সম্পর্কে অবনতির কথা জানা গিয়েছিল।
শোনা যাচ্ছিল রুবিনার সঙ্গে বিবাহ-বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন অভিনব। ইতিমধ্যেই অভিনব শুক্লা ‘বিগ বস-১৪’ থেকে বেরিয়ে গেলেও এখনও লড়াই চালিয়ে যাচ্ছেন রুবিনা। রাহুল বৈদ্যর সঙ্গে চলছে রুবিনার লড়াই।
সম্প্রতি, বিগ বস থেকে বের হওয়ার পর স্ত্রী রুবিনার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন অভিনব। রুবিনার সঙ্গে বিবাহ-বিচ্ছেদ নিয়ে কী বললেন অভিনব শুক্লা?
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিনব বলেন, বিগ বস হাউস তাঁদের শিখিয়েছে, তাঁরা খুব ছোটখাটো বিষয় নিয়েই ঝগড়া করতেন। কারণ, বিগ বস হাউসে তাঁরা বহু বড় সমস্যার সঙ্গে মোকাবিলা করা শিখেছেন। অভিনেত্রী স্ত্রী রুবিনা দিলায়েকের সঙ্গে বিবাহ বিচ্ছেদের কথা পুরোপুরি উড়িয়ে দিয়েছেন অভিনব।
তাঁর কথায়, “এখন সবকিছু ঠিকঠাক চলছে। বিবাহ-বিচ্ছেদের কোনও সম্ভাবনাই নেই। বিগ বস আমাদের মধ্যে সম্পর্ক অনেক মজবুত, দৃঢ় করেছে। আমি মাঝে মধ্যে মজা করে রুবিনাকে বলি, বিগ বস হাউসে লড়াইয়ের কথা মনে পড়লে তুমি আমাদের মধ্যে এই তুচ্ছ লড়াইয়ের কথা ভুলে যাবে।”
অভিনব আরও জানান, “আজ যখন আমি বাড়ি ফিরেছি, একা রয়েছি, তখন বুঝেছি আমরা অনেক বোকা বোকা বিষয় নিয়ে ঝগড়া করতাম। আশা করছি রুবিনা বিগ বস-১৪-র ট্রফি নিয়ে বাড়ি আসবে। আর আমাদের মধ্যে যে ভুল বোঝাবুঝি রয়েছে, তা আমরা কথা বলে মিটিয়ে ফেলব।”