স্টাফ রিপোর্টার, উদয়পুর, ১৩ ফেব্রুয়ারী।। সাত সকালে যান দুর্ঘটনা উদয়পুর ব্রম্মাবাড়ি এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় রমেশ চৌমুনী থেকে একটি বালু বোঝাই গাড়ি ব্রম্মাবাড়িতে এসে সজোরে ধাক্কা দেয় বাইক, স্কুটি এবং একটি মারুতি গাড়িতে।
অভিযোগ গাড়িটি দ্রুতগতি থাকার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। এতে বাইক চালক এবং স্কুটি চালক দুইজনেই ছিটকে পড়ে। খবর দেওয়া হয় উদয়পুর অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীদের। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন অগ্নিনির্বাপক দফতরের কর্মীরা।
আহতদেরকে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয়দের অভিযোগ স্কুটি চালকের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ দূর্ঘটনার একটি মামলা নিয়েছে। আটক করা হয়েছে গাড়ি, স্কুটি ও বাইকটি।