ছবিটির প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মস প্রথম থেকেই এর খলনায়ক চরিত্রের জন্য নতুন মুখ খুঁজছিলেন। শেষমেষ তারা ইমরান হাশমিকে বেছে নিলেন। এদিকে গুঞ্জন উঠেছে, শাহরুখ খান-দীপিকা পাডুকোন অভিনীত আসন্ন ছবি ‘পাঠান’ এর যেখানে শেষ, সেখান থেকেই নাকি শুরু হতে পারে ‘টাইগার থ্রি’ ছবির গল্প। কারণ ‘পাঠান’ এর ক্লাইম্যাক্সের দৃশ্যে রয়েছে ভাইজানের এন্ট্রি! ‘টাইগার থ্রি’ এর প্রথম দফার শুটিং হবে মুম্বাইয়ের যশরাজ ফিল্মস স্টুডিওতে। যেখানে উপস্থিত থাকবে পুরো টিম। এরপর টাইগার টিম পাড়ি দেবে ইস্তাম্বুল।
যেখানে ছবির বেশ কিছু গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং হবে। অতঃপর বাকি অংশের শুটিং মুম্বাইয়ে শেষ হবে। এর আগে ফ্র্যাঞ্চাইজিটির প্রথম সিনেমা ‘এক থা টাইগার’ পরিচালনা করেছিলেন কবির খান। অন্যদিকে দ্বিতীয় সিনেমা ‘টাইগার জিন্দা হ্যায়’ পরিচালনা করেছিলেন আলী আব্বাস জাফর। কিন্তু তৃতীয় কিস্তিটি পরিচালনা করবেন মনীশ শর্মা। তবে আগের দুই কিস্তির মত এই কিস্তির চিত্রনাট্য ও কাহিনীতে ভিন্নতা আনতে কাজ করছেন আদিত্য চোপড়া ও জয়দীপ সাহনি।