মিছিলটি রাজধানী আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে জমায়েতে মিলিত হয়। মিছিলে অংশ নিয়ে ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের নেতৃবৃন্দ কেন্দ্রীয় সরকারের এই বাজেটকে তীব্র ভাষায় সমালোচনা করেন।কেন্দ্রীয় অর্থমন্ত্রী যে বাজেট প্রস্তাব পেশ করেছেন তাতে বড় ব্যবসায়ী কর্পোরেট সংস্থা এবং ধনিক শ্রেণীর স্বার্থ রক্ষা করার চেষ্টা করা হয়েছে বলে নেতৃবৃন্দ অভিমত ব্যক্ত করেন।বাজেটে কেন্দ্রীয় সরকার গরিব ,শ্রমজীবী ,অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে পড়া মানুষের জন্য কোন অর্থসংস্থান রাখেনি।
রেগা প্রকল্পে এবছর ৩৪ শতাংশ বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।রেগা প্রকল্পে অর্থ বরাদ্দ কমিয়ে দেওয়ার ফলে গ্রামীণ অর্থনীতির ওপর মারাত্মক আঘাত নেমে আসবে বলেও তারা মন্তব্য করেন।ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন গ্রামীণ এলাকার মানুষ রেগা প্রকল্পে কাজ করে অর্থের সংস্থান করে থাকেন।এই প্রকল্পে অর্থ বরাদ্দ কমিয়ে দেওয়ার ফলে গ্রামীণ এলাকার মানুষজন সমস্যার সম্মুখীন হবেন। গ্রামীণ কর্মসংস্থান এর ওপর মারাত্মক আঘাত নেমে আসবে।এছাড়া কৃষি, সমাজকল্যাণ ,স্বাস্থ্য, শিশু ও মহিলা কল্যাণ ক্ষেত্রেও বাজেট বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়। কেন্দ্রীয় সরকারের এই বাজেটকে বেইমানীর বাজেট বলেও আখ্যায়িত করেন নেতৃবৃন্দ।