ঘটনার খবর পেয়ে ছুটে আসেন পার্শ্ববর্তী লোকজন রাও। খবর পাঠানো হয় বিশালগড় দমকল বাহিনীর জওয়ানদের।খবর পেয়ে দমকল বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে বিশালগড় হাসপাতালে নিয়ে যায়। কিন্তু শেষ রক্ষা করা যায়নি।হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। জানা গেছে, হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তার মৃত্যু হয়েছে।গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় সূত্রে জানা গেছে মৃত মোস্তাক মিয়া পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন