স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৩ ফেব্রুয়ারী।। ১০ ফেব্রুয়ারি থেকে রাজধানীর শিশু বিহার স্কুলে শুরু হয় জাতীয় সেবা প্রকল্পের ৭ দিন ব্যাপী বিশেষ শিবির। এই ৭ দিন ব্যাপী বিশেষ শিবিরে একাধিক কর্মসূচী হাতে নেওয়া হয়। তারই অঙ্গ হিসাবে শনিবার অনুষ্ঠিত হয় স্বাস্থ্য শিবির। এইদিনের শিবির থেকে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা চিকিৎসা পরিষেবা গ্রহণ করা হয়। এইদিন শিবিরে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রিদের চুক্ষু পরীক্ষাও করা হয়।
বিদ্যালয়ের শিক্ষক রাজ কুমার ঘোষাল জানান ৭ দিন ব্যাপী শিবিরে একাধিক সামাজিক কর্মসূচী পালন করা হচ্ছে। শিবিরের শেষ দিনে দুর্জয়নগর গ্রামকে এডপ নেওয়া হবে। সেই গ্রামে প্রতি মাসে বিদ্যালয়ের এনএসএস ইউনিটের ছাত্র-ছাত্রীরা যাবে। এবং সেখানে কাজ করবে। মানুষকে বিভিন্ন বিষয়ে সচেতন করবে।