একই সাথে ঘটনাস্থলে ছুটে যায় মহিলা থানার পুলিশ। পুলিশের উপস্থিতিতে লেইকের জল থেকে উদ্ধার করা হয় মৃতদেহটি। লেইকের পারে এক জোরা জুতো পরে রয়েছে। পরে ঘটনাস্থলে আনা হয় ডগ স্কোয়ার্ড ও ফরেনসিক বিশেষজ্ঞদের। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃতদেহ পরবর্তী সময় ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়। পূর্ব আগরতলা থানার ওসি জানান মৃতদেহে কোন ধরনের আঘাতের চিহ্ন নেই। পুলিশ ঘটনার তদন্ত করছে। তবে ময়না তদন্তের পর মহিলার মৃত্যুর আসল কারন জানা যাবে।
প্রথম দিকে মৃত মহিলার পরিচয় জানা না গেলেও পরবর্তী সময় মহিলার পরিচয় জানা যায়। মৃত মহিলার নাম কনিকা বনিক। বাড়ি কল্যাণী এলাকায়। শুক্রবার দুপুরে মৃত মহিলা বাড়ি থেকে বের হয়। বাপের বাড়িতে যাওয়ার নাম করে মৃত মহিলা বাড়ি থেকে বেরিয়েছিল। মৃতার মেয়ে তার মাকে সনাক্ত করে। মৃতার ছোট মেয়ে জানায় তারা ভেবে ছিল তাদের মা মামার বাড়ি থেকে অন্য কোন আত্মীয়ের বাড়িতে গিয়েছে। মৃতার দুই মেয়ে বর্তমানে পড়ালেখা করে।