রাহুলের অভিযোগের জবাবে শনিবার লোকসভায় তাঁকে পাল্টা কটাক্ষ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এদিন রাহুলকে ভারতের ‘ডুমস ডে ম্যান’ বলে কটাক্ষ করেন তিনি। বলেন, ‘আমি জানতে চাই কংগ্রেস কেন কৃষি আইন নিয়ে ইউটার্ন নিচ্ছে?
গণতন্ত্রের উপর আর ভরসা নেই কংগ্রেসের। রাহুল গান্ধি ভারতের ‘ডুমস ডে ম্যান’ হয়ে উঠেছেন। ২০০০ সালে মুক্তি পায় হলিউড ছবি ‘ডুমস ডে ম্যান’। তাতে দেখানো হয়েছিল এক বিজ্ঞানী সারা পৃথিবীকে ভয় দেখাচ্ছেন যে মারাত্মক ভাইরাস ছড়িয়ে তিনি সারা পৃথিবীকে ধ্বংস করে দেবেন।
রাহুল নিজের বক্তব্যে বলেছিলেন, সরকার ঘনিষ্ঠ কয়েকজন শিল্পপতিকে সুবিধা করে দিতে চাইছে সরকার। হাম দো হামারে দো বলেও কেন্দ্রকে বিঁধেছিলেন রাহুল। সেই উত্তরে এদিন নির্মলে বলেন, ‘কারা আমাদের ঘনিষ্ঠ? দেশের মানুষ আমাদের ঘনিষ্ঠ।’
কেন্দ্রীয় অর্থমন্ত্রীর এদিন কটাক্ষের জবাব অবশ্য কংগ্রেস দিয়েছে। এদিন কংগ্রেস সাংসদ টুইট করে বলেন, ‘কখন কংগ্রেস ইউটার্ন নিল?
আমরা কৃষক স্বার্থ রক্ষা করতে চাই। সেই জন্য নির্দিষ্ট করে এমন আইননি বিধি চাই যেখানে বলা থাকবে ন্যূনতম সহায়ক মূল্যের কমে কৃষকদের থেকে শস্য কেনা যাবে না’।