কগ্রেসকে শক্তিশালী করার আহ্বান জানালেন দলের প্রদেশ সভাপতি পীযুষ বিশ্বাস

স্টাফ রিপোর্টার, আমবাসা, ১২ ফেব্রুয়ারী।। আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে দিনদিন দলীয় সংগঠন বৃদ্ধি করে চলেছে কংগ্রেস। বিশেষ করে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের প্রতি বীতশ্রদ্ধ মানুষের কাছে সঠিক বিকল্প হিসেবে নিজেদের তুলে ধরার জন্য প্রতিদিন মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করা হচ্ছে। মানুষও দারুণভাবে সাড়া দিচ্ছে। আজ এরকমই একটি কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য ছামনু বিধানসভা কেন্দ্রে যান প্রদেশ কংগ্রেস সভাপতি পীযুষ বিশ্বাস।

তিনি স্থানীয় লোকেদের সঙ্গে নানা বিষয়ে মত বিনিময় করেন। এলাকার লোকজন সরকারের বিরুদ্ধে নিজেদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটান প্রদেশ কংগ্রেস সভাপতির সামনে। রাস্তাঘাট, পানীয় জলসহ নানা সমস্যার বাস্তব চিত্র উঠে আসে। সেখানে সভাপতি শ্রী বিশ্বাস বলেন, যে উদ্দেশ্য নিয়ে এডিসির গঠন করা হয়েছিল তা এখনো বাস্তবায়িত হয়নি। কংগ্রেস পরিচালিত সরকারের আমলেই এডিসির গঠন করা হয়েছিল। বিশেষত পিছিয়ে পড়া লোকেদের সামগ্রিক উন্নয়নের জন্য।

শুধু রাজীব গান্ধি প্রধানমন্ত্রী কার সময় তপশিলী উপজাতি সংরক্ষিত আসনের সংখ্যা ১৭ থেকে বাড়িয়ে ২০ করেছিলেন। সাংবিধানিক নানা ক্ষমতার প্রসার সেদিন ঘটলেও তার পরবর্তী সময়ে দীর্ঘদিনের বাম শাসন বর্তমানের বিজেপি শাসনে তারা এখনো পিছিয়ে। সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন থেকে রা দূরে । তাই এডিসি গঠনের আসল উদ্দেশ্যে বাস্তবায়িত করার জন্য কংগ্রেসের হাতকে সমৃদ্ধ করার আহ্বান জানানস্তরী বিশ্বাস।

এদিনের এই কর্মসুচিকে কেন্দ্র করে এলাকার লোকেদের উপস্থিতি ও উৎসাহ ছিল লক্ষ্যণীয় । অনুষ্ঠানে এছাড়াও ছিলেন কংগ্রেস নেতা সুবীর জমাতিয়া, ছামনু ব্লক কংগ্রেস সভাপতি বিভূতি মোহন ত্রিপুরা, স্থানীয় যুব কংগ্রেস সভাপতি দহরাম ত্রিপুরা, প্রদেশ যুব কংগ্রেস সভাপতি পুজন বিশ্বাস সহ অন্যান্যরা ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?