নতুন মোড়কে ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ

অনলাইন ডেস্ক, ১৩ ফেব্রুয়ারী।। ​ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি অভিনীত ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’ মুক্তি পায় ২০০৫ সালে। ৫০ কোটি ডলার আয় করে এ ছবির সেটে তাদের পরিচয় ও প্রেম। এরপর কয়েক বছর একসঙ্গে থাকা, মা-বাবা হওয়া, বিয়ে ও বিচ্ছেদ।

দুই তারকার ব্যক্তিগত সম্পর্কের এত উত্থান-পতনের মাঝেও ছবিটি বেশ জনপ্রিয়।
সেই ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’কে সিরিজে রূপান্তরের সিদ্ধান্ত নিয়েছে আমাজন প্রাইম ভিডিও।

এ স্পিন অফে অভিনয়ের পাশাপাশি নির্বাহী প্রযোজকের দায়িত্ব নিচ্ছেন ডোনাল্ড গ্লোভার ও ফোবি ওয়ালার-ব্রিজ। সিরিজটি মুক্তি পাবে ২০২২ সালে।

আমাজন স্টুডিও’র প্রধান জেনিফার সালকে টুইটার পোস্টের মাধ্যমে খবরটি নিশ্চিত করেন। ইনস্টাগ্রামে এক ভিডিও বার্তায় ডোনাল্ড ও ফোভিকে তার ‘ড্রিম টিমের’ অংশ বলে উল্লেখ করেন।

জানান, এ জুটি বিশ্বের মধ্যে অন্যতম মেধাবী নির্মাতা ও অভিনেতা। সারা বিশ্বের দর্শকদের কথা মাথায় রেখে তাদের এ সিরিজের জন্য বাছাই করা হয়েছে।

এবারই প্রথম আমাজনের সঙ্গে কাজ করছেন না ডোনাল্ড ও ফোবি। ছয়টি এমি বিজয়ী ফোবির ‘ফ্লেয়াব্যাগ’ সিরিজ এ স্টুডিও থেকে নির্মিত।

অন্যদিকে ডোনাল্ডের মিউজিক্যাল ফিল্ম ‘গুয়াভা আইল্যান্ড’ ছিল আমাজনের অরিজিনাল। এর আগে ২০১৮ সালের ‘সলো: আ স্টার ওয়ার্স স্টোরি’তে একসঙ্গে অভিনয় করেন ডোনাল্ড ও ফোবি।

১৯৪১ সালে প্রথমবার ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’ নামের ছবি মুক্তি পায়। যা নির্মাণ করেন বিখ্যাত পরিচালক আলফ্রেড হিচকক।

এক ক্ষ্যাপাটে দম্পতি নিয়ে তৈরি এ ছবির ব্যবসায়িক ফলাফলও ভালো। অভিনয় করেছিলেন রবার্ট মন্টগোমেরি ও ক্যারল লম্বার্ড। এ ছাড়া নব্বইয়ের দশকে একই নামে তৈরি হয় টিভি সিরিজ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?