উল্লেখ্য, সংশোধীত নাগরিকত্ব আইন বা সিএএ’র প্রতিবাদে গত বছর দিল্লির শাহিনবাগে আন্দোলনে বসেছিলেন প্রতিবাদীরা। কিন্তু রাস্তা আটকে দীর্ঘদিন এভাবে আন্দোলন কতটা যুক্তি যুক্ত, তা চালানো যায় কিনা, সেই প্রশ্ন তুলে মামলা হয় সুপ্রিম কোর্টে। এর পাল্টা রিভিউ পিটিশন দায়ের হয়েছিল শীর্ষ আদালতে।
এদিন আদালত সেই রিভিউ পিটিশন খারিজ করে দিয়েছে। বিচারপতি এস কে কউল, অনিরুদ্ধ বসু ও কৃষ্ণ মুরারির বেঞ্চ বলেছে, কিছু ক্ষেত্রে প্রতিবাদ অবশ্যই স্বতঃস্ফূর্ত হতে পারে, কিন্তু দীর্ঘ দিন যেকোনও জায়গা দখল করে এভাবে আন্দোলন চলতে পারে না।
মনে করা হচ্ছে, এই রায়কে হাতিয়ার করে দিল্লি সীমান্তে আন্দোলনরত কৃষকদের অবরোধ তুলে দিতে পারে কেন্দ্র।