স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৩ ফেব্রুয়ারী।। আগরতলার কৃষ্ণনগর এলাকার বাসিন্দা প্রয়াত মিলন বালা পালের পরিবারের উদ্যোগে এবং আগরতলা পুর নিগমের সহযোগিতায় বটতলা মহাশ্মশানে মিলন অঙ্গন নামে একটি যাত্রী বিশ্রামাগার নির্মাণ করা হয়। শনিবার এক অনুষ্ঠানের মধ্যদিয়ে এই নয়া যাত্রী বিশ্রামাগারের উদ্ধোধন করা হয়। এই উদ্ধোধনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের কমিশনার সিদ্ধার্থ শিব জয়সওয়াল সহ অন্যান্যরা।
আগরতলা পুর নিগমের অতিরিক্ত কমিশনার অক্ষয় লেব্রো ফিতা কেটে এই নব নির্মিত যাত্রী বিশ্রামাগারের উদ্ধোধন করেন। পরে অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে তিনি প্রয়াত মিলন বালা পালের পরিবারের লোকদের ধন্যবাদ জানান এই ধরনের উদ্যোগ গ্রহণ করার জন্য। তিনি আরও বলেন এই নয়া যাত্রী বিশ্রামাগার নির্মাণের ফলে শ্মশানে আসা সকল লোকের সুবিধা হবে। অনুষ্ঠানে এলাকার সাধারন মানুষের উপস্থিতি ছিল লক্ষ্যনিয়।