কিন্তু এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো অনুমোদন পাওয়া যায়নি। তাই আগামী ১৫ ফেব্রুয়ারি মিছিল করে মুখ্যমন্ত্রী উদ্দেশ্যে মহাকুমা অফিসগুলিতে ডেপুটেশন প্রদান করা হবে। শনিবার আগরতলা প্রেসক্লাবে টি সি বি পক্ষ থেকে সংবাদিক সম্মেলন করে একথা জানান সভাপতি ধীরেন্দ্র ত্রিপুরা। তিনি আরো জানান, অতিসত্বর ত্রিপুরা কাস্টমারি ল, ত্রিপুরা ম কাস্টমারি ল এবং ত্রিপুরা মুড়াসিং কাস্টমার ল অনুমোদন সরকার না দিলে বৃহত্তর আন্দোলনে নামবে বলে হুশিয়ারি দেন তিনি।