দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড বোলারদের মধ্যে নজর কাড়েন জেমস অ্যান্ডারসন এবং জ্যাক লিচ। ইংরেজদের জয় ২২৭ রানে। ইংল্যান্ড টিম ম্যানেজমেন্ট কিছুদিন আগেই ঘোষণা দেয়, লম্বা সফরে ক্রিকেটারদের চোট আঘাত থেকে বাঁচিয়ে রাখার জন্য রোটেশন পদ্ধতি মেনে খেলানো হবে। সেই নীতি মেনেই রিজার্ভ বেঞ্চে বসতে হচ্ছে অ্যান্ডারসন, ডম বেস এবং বাটলারকে। আর্চার চোট পাওয়ায় তাকেও দ্বিতীয় টেস্টের স্কোয়াডের বাইরে রাখা হয়েছে। শুক্রবার সংবাদ সম্মেলনে অধিনায়ক জো রুট এই পরিবর্তনের কথা জানিয়ে বলেন, ‘শেষ দুই টেস্টের জন্য যাতে অ্যান্ডারসন পুরো ফিট হয়ে নামতে পারে, সেই সুযোগ দেওয়া হচ্ছে।’ ইংল্যান্ড দলে এমনিতেই সিরিজ শুরুর আগে থেকেই চোট আঘাতের সমস্যা রয়েছে।
কবজিতে চোট পেয়ে প্রথম টেস্টের আগেই ছিটকে গিয়েছিলেন ওপেনার জ্যাক ক্রলি। চেন্নাইয়ে প্রথম টেস্টের আগে অনুশীলনে চোট পান তিনি। চেন্নাইয়ের দ্বিতীয় টেস্টের জন্য ইংল্যান্ডের স্কোয়াড: ডম সিবলে, রোরি বার্নস, ড্যান লরেন্স, জো রুট, বেন স্টোকস, অলি পোপ, বেন ফোকস, মঈন আলি, স্টুয়ার্ট ব্রড, ক্রিস ওকস, জ্যাক লিচ, অলি স্টোনস।