শিল্প মেলায় অগ্নি ও আপাৎকালীন পরিষেবা দপ্তরের সচেতনতামূলক মহড়া

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৩ ফেব্রুয়ারী।। আজ হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে অগ্নি প্রতিরোধ ও জীবন সুুরক্ষা বিষয়ক একটি সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়৷ শিল্প ও বাণিজ্য মেলায় অগ্নি এবং আপাৎকালীন পরিষেবা দপ্তরের উদ্যোগে এই মহড়া অনুষ্ঠিত হয়৷ মহড়ায় অগ্নি নিয়ন্ত্রণ ও প্রতিরোধের বিভিন্ন কলা কৌশল উপস্থিত দর্শকদের সামনে তুলে ধরা হয়৷

৩১তম শিল্প ও বাণিজ্য মেলা উপলক্ষে আয়োজিত এই মহড়ায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান টিংকু রায়৷ অনুষ্ঠানে তিনি বলেন, মানুষ প্রচুর টাকা ব্যয় করে নিজেদের স্বপের ঘর, দোকান, শিল্প কারখানা নির্মাণ করেন৷ কিন্তু নির্মাণকালে আগুন নিয়ন্ত্রণের প্রয়োজনীয় পরিকাঠামো স্থাপনে গাফিলতি করেন৷ যা কখনোই কাম্য নয়৷ বর্তমানে শহরে লোকসংখ্যা যেমন বাড়ছে, গড়ে উঠছে নতুন নতুন বসতবাড়ি, ব্যবসায়ী প্রতিষ্ঠান৷ জীবন ও সম্পত্তি রক্ষার্থে সকলকে অগ্নি ও আপাৎকালীন পরিষেবা দপ্তরের সকল নির্দেশিকা মানা প্রয়োজন৷ তিনি দপ্তরের সকল কর্মীদের মানুষের বিপদের সময় সারাক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ জানান৷

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে দপ্তরের তত্ত্বাবধায়ক তপন কুমার রায় বলেন, দপ্তর মুখ্যত অগ্নি নির্বাপনের দায়িত্বে রয়েছে৷ কিন্তু যেকোন ধরণের প্রাকৃতিক ও বিপর্যয় মোকাবিলায় অগ্নি ও আপাৎকালীন পরিষেবা দপ্তরই প্রথম প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে৷ তিনি বলেন, এ ধরণের মহড়া সারা রাজ্যে একেবারে গ্রামস্তর পর্যন্ত বিভিন্ন দপ্তরের সহযোগিতায় বিভিন্ন সময় আয়োজন করা হয়ে থাকে৷ যেকোন প্রতিষ্ঠান নির্মাণের পূর্বে সংশ্লিষ্ট দপ্তর থেকে এন ও সি নেওয়ার জন্য গত জানুয়ারি মাস থেকে ’স্বাগত’ পোর্টালে অনলাইনে আবেদন করা যায় এবং পরিষেবাও দেওয়া হয়৷ মহড়ায় অগ্নি ও আপাৎকালীন পরিষেবা দপ্তরের আধিকারিক ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?